Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lottery News: অবশেষে পাওয়া গেলো এক কোটি টাকা জেতা আসল লটারী টিকিট ক্রেতাকে

Lottery News:  অবশেষে পাওয়া গেলো  কোটি টাকা জেতা চৌধুরীহাটের আসল লটারী টিকিট ক্রেতাকে 

মানুষ


সমীর হোসেন, সাহেবগঞ্জঃ 

শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ লটারী টিকিটে প্রথম পুরস্কার পায় সিরাজুল ইসলাম নামের এক ব্যাক্তি। এরপর সেই লটারী টিকিটটি নিয়ে সিরাজুল ইসলাম সহ আরও তার দুই বন্ধু আশরাফুল আলম,রবিউল হক অর্থাৎ তিনজনেই দাবি করে যে প্রথম পুরস্কার পাওয়া লটারী টিকিটটি তাদের। 


এরপর সেই ঘটনায় তিনজনকেই সাহেবগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে। এরপর লটারী বিক্রেতাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এছাড়াও রাতভর তিন বন্ধুকে শ্রীঘরে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 


অবশেষে রবিবার দুপুরে গতকাল লটারি টিকিট কেটে প্রথম পুরস্কার পাওয়া আসল কোটিপতির নাম জানা গেল। থানা সূত্রে জানানো হয়েছে ওই ব্যক্তির নাম সিরাজুল শেখ, তার বাড়ি খাটামারি এলাকায়।

 

লটারি টিকিটে কোটিপতি হয়ে তিনি জানান টাকা দিয়ে ছেলেকে পড়াশোনা করাবেন এবং তার মেয়ে তাকে পড়াশোনা করাবেন,যদিও তার মেয়ে প্রতিবন্ধী থাকার দরুন তার জন্য ব্যাংকে অর্থ রাখবেন বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ Durga Puja 2022 Date, Time : শারদীয়া দুর্গা পূজা ২০২২ তারিখ, সময়, তিথি বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code