Durga Puja 2022 Date, Time : শারদীয়া দুর্গা পূজা ২০২২ তারিখ, সময়, তিথি বিস্তারিত

Durga Puja 2022 Date, Time : শারদীয়া দুর্গা পূজা ২০২২ তারিখ, সময়, তিথি বিস্তারিত


maa durga


দুর্গা পূজা প্রধানত উৎসব প্রধান পূজা। এই পূজার উধভব সম্পর্কে নানা মুনির নানা মত। মূলত শস্য সম্পদের অধিষ্ঠাত্রী দেবী রূপে দুর্গা দেবী পরিকল্পিতা হয়েছিলেন। মার্কেন্ডেয় পুরানে দেবী দুর্গাকে শাকম্ভরী বলে উল্লেখ করা হয়েছে। দুর্গা প্রতিমার পাশে যে নবপ্ত্রিকা বা কলা বৌ স্থাপন করা হয় তা নয় প্রকারের শস্য দ্বারা রচিত। যথা কদলি, কচু, হরিদ্রা, যব, বিল্ব, দাড়িম্ব, মানকচু ও ধান্য। অনাবৃশটিই হচ্ছে শস্যসৃষ্টির প্রধান বাঁধা। মহিসাসুর এই অনাবৃশটির প্রতীক। দেবী এই অসুরকে নিধন করেছেন।

আবার অনেকে বলেন বর্ষার অন্তে প্রাচীনকালের রাজা মহারাজারা দেবী পূজার উৎসব করে দিগবিজয়ে বের হতেন। সেই থেকেই শারদীয় পূজার প্রচলন। শ্রী রামচন্দ্র দেবীকে বোধন করে রাবণ বধের জন্য বর লাভ করেছিলেন। বসন্তকালেই এই পূজা বিধি সম্মত।

maa durga

তবে মত যাই থাকুক, ভারতীয় সংস্কৃতিতে দুর্গাপূজা একটি বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে। দেবী দুর্গা- তিনি একদিকে যেমন দুর্গতিনাশিনী, জগৎজননী, আধ্যাশক্তি, অন্যদিকে তেমনি তিনি কন্যা, স্নেহের দুলালী গৌরী। এই দ্বিভাবের রূপের মধ্যেই বাঙালি দেবী দুর্গার সংস্কৃতিকে আবহমান কাল ধরে ঐতিহ্যের ধারায় বহন করে চলছে।


maa durga

আসুন এবার জেনে নেই ২০২২ এর দুর্গা পূজার নির্ঘন্টঃ
মহালয়া- ২৫ সেপ্টেম্বর রবিবার, বাংলা ৮ ই আশ্বিন। পূর্বদিন রাত্রি ২ টা ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে পরের দিন রাত্রি ৩ টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকবে। এই সময়কালেই মহালয়ার তর্পণ অনুষ্ঠিত হবে।




মহাষষ্ঠী- ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন। রাত্রি ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত।


মহাসপ্তমী- রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন। রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।


মহাঅষ্টমী- ৩ অক্টোবর ২০২২ , বাংলা ১৬ ই আশ্বিন। দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত।


সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত ।


মহানবমী- ৪ অক্টোবর ২০২২, বাংলা ১৭ ই আশ্বিন। দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত।



মহাদশমী- বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন। দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ