Mumbai Police arrested MP Navneet Rana Kaur
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বাড়ির সামনে হনুমান চল্লিশা পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দল সাংসদ অভিনেত্রী নবনীত রানা কাউর (MP Navneet Rana Kaur)। এতে ক্ষেপে যান শিবসেনার কর্মীরা। শনিবার সাতসকালেই রানা দম্পতির অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হন তাঁরা। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। সাংসদ অভিনেত্রী নবনীত রানা কাউরকে (MP Navneet Rana Kaur) গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ।
কার্যত ঘরবন্দি হয়ে যান নবনীত (MP Navneet Rana Kaur)। মুম্বই শহরতলির একটি বহুতল আবাসনে থাকেন রানা দম্পতি। তাঁরা দুজনেই জনপ্রতিনিধি হওয়ায় তাঁদের বাড়ির বাইরে সর্বক্ষণ নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊