আপনার টাকা আসা বন্ধ হয়েছে ! PM Kisan এর পর এবার eKYC বাংলার কৃষক বন্ধু প্রকল্পেও !
দেশের কোটি কোটি কৃষকের জন্য সুখবর। একদিকে কেন্দ্রীয় সরকার PM Kisan প্রকল্পের 11 তম কিস্তির টাকা এপ্রিলেই হস্তান্তর করতে পারে বলে জানা যাচ্ছে৷ PM কিসান যোজনার অধীনে 2000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই মাসেই। তবে তার জন্য এবার e KYC বাধ্যতামূলক। আর এদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পেও অনেক কৃষকের প্রোফাইলেই ডিলিটেড লেখা দেখাচ্ছে। এবার রাজ্যের কৃষকদের জন্যও রয়েছে খুশির খবর।
কেন্দ্র সরকার 31শে মে 2022 পর্যন্ত eKYC সম্পূর্ণ করার সময়সীমা বাড়িয়েছে৷ তাই কৃষকরা PM Kisan eKYC আপডেট করতে তাদের নিকটতম CSC কেন্দ্রগুলিতে এখনি eKYC আপডেট করে নিন ৷
আর অন্যদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের (krishak bandhu scheme) সুবিধাভোগীদের অ্যাকাউন্টেও তৈরি হয়েছে সমস্যা। অনেকের অ্যাকাউন্টেই দেখা যাচ্ছে ডিলিটেড লেখা।
এবার এই সমস্যার সমাধানে বাংলার কৃষক বন্ধু (krishak bandhu) প্রকল্পের কৃষকদের eKYC করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে গেছে eKYC প্রক্রিয়া। তবে অনলাইনে নয়, এই প্রক্রিয়ার জন্য কৃষক কে যেতে হবে এলাকার কৃষি অফিসে।
কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান নিয়ে যেতে হবে নির্দিষ্ট কৃষি অফিসে। তবে কোন এলাকায় কোনদিন যেতে হবে তা প্রতিটি জেলা থেকেই জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পে (krishak bandhu) আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে https://krishakbandhu.net/ এই লিঙ্কে ক্লিক করে 'নথিভুক্ত কৃষকের জন্য ' অপশনে ক্লিক করে, আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊