Jobs: সিভিক ভলান্টিয়ার নিয়োগ, জেনে নিন বিস্তারিত 

civic volunteer recruitment 2022 west bengal



কোলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  অষ্টম শ্রেণি পাশ করলেই করা যাবে আবেদন । যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।  

ENROLMENT NOTICE NO. FRC/ENROL/01/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 19 এপ্রিল 2022

আবেদনের মাধ্যমঃ অফলাইন । 


পদের নামঃ সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)

সিভিক ভলেন্টিয়ার বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 20 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।



সিভিক ভলেন্টিয়ার বেতনঃ বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে 9,000 টাকা করে বেতন দেওয়া হয়।



সিভিক ভলেন্টিয়ার শুন্যপদঃ মোট 30 টি শুন্যপদে কোলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।

সিভিক ভলেন্টিয়ার শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই সিভিক ভলেন্টিয়ার চাকরির জন্য আবেদন করা যাবে।



সিভিক ভলেন্টিয়ার অন্যান্য যোগ্যতাঃ

(1) Kolkata Police jurisdiction- এর বাসিন্দা হতে হবে।

(2) আবেদনকারীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, থাকলে আবেদন করতে পারবেন না।

(3) শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং ফিট হতে হবে।
সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়াঃ

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তিন জন সদস্যের নিয়োগ কমিটির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে।



সিভিক ভলেন্টিয়ার আবেদন প্রক্রিয়াঃ

অফলাইনে ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি কোলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে  ডাউনলোড করতে হবে। 


আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ

Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013.

সিভিক ভলেন্টিয়ার আবেদন ফিঃ সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির আবেদন করার জন্য টাকা লাগবে না।

Notification Download, Form Download - Click Here