বৈশাখের প্রথম কালবৈশাখীতে বিধ্বস্ত কোচবিহার, মৃত ২


কোচবিহারে কালবৈশাখী
কোচবিহারে কালবৈশাখী



সংবাদ একলব্য, কোচবিহারঃ 
রাত্রী ৮ টা নাগাদ মিনিট কুড়ির কালবৈশাখীতে বিধ্বস্ত কোচবিহার । কোচবিহার ১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট আঠারোকোটার জাহাঙ্গীর আলম (বয়স ১৯) ঘূর্ণিঝড়ে ছিটকে আসা টিনের আঘাতে জখম হয়ে মারা যায়।


অপর আর একজন শুটকাবাড়ি এলায় শিলাবৃষ্টিতে বরফ শীলা পড়ে মারা যায়। গুরুতরভাবে আহত অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে বলে জানাগিয়েছে।


কোচবিহার ১ ব্লকের শুটকাবাড়ি এলাকার শিমুলতলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবরে ভেটাগুড়িতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কালবৈশাখী।

কোচবিহারে কালবৈশাখী
কোচবিহারে কালবৈশাখী





ইলেকট্রিক পোল, গাছ ভেঙে ভেঙে পড়েছে। রাত কাটলে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসবে । এখনো পর্যন্ত পাওয়া তথ্যে কোচবিহারের একাধিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এদিনের কালবৈশাখী।

বাড়ী, দোকান, ছোটো বড় গাছ, ইলেকট্রিক খুঁটি,  দুমড়ে মুচড়ে গেছে শুটকাবাড়ি এলাকায়।  

কোচবিহারে কালবৈশাখী
কোচবিহারে কালবৈশাখী



অপরদিকে ফালাকাটা এলাকায় শিলা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।