Job Card News: জব কার্ড হোল্ডারদের জন্য রয়েছে খুশির খবর
১০০ দিনের কাজ প্রত্যেক ভারতীয়র কাছে একটি মৌলিক অধিকার। কাজের অধিকার আইনে যে কোন আগ্রহী ব্যক্তি কাজ করতে চাইলে সরকার তাঁকে কাজ দিতে বাধ্য থাকবে। জব কার্ড (job card) প্রত্যেক ভারতীয়কে সেই সুযোগ দিয়েছে। এই জব কার্ড (job card) ধারকদের জন্য রয়েছে খুশির খবর।
কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে (job card) সেরার স্বীকৃতি পশ্চিমবঙ্গের। প্রশংসিত হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে [২০১৭ থেকে ২০১৮] বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।
MGNREGA ( Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার ১০০ দিনের কাজ পেতে পারে। জবকার্ড-এর (job card)আবেদন করার ১৫ দিনের মধ্যে জবকার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর ১৫ দিনের মধ্যে কাজ প্রদান করা হয় ।
আর খুশির খবর হলো আগে যেখানে রাজ্যের জব কার্ড (job card) ধারকদের কাজের জন্য ২১৩ টাকা করে দেওয়া হতো, এখন MG-NREGA প্রকল্পে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গে কর্মরত কর্মীদের ১ দিনের কাজের মজুরি বাড়িয়ে ২২৩ টাকা করা হয়েছে। এই সুবিধা ২০২২ আর্থিক বছর থেকেই মিলবে বলে সূত্রের খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊