উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়েও শুরু হলো বিতর্ক
উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়েও শুরু হলো বিতর্ক, সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ শিক্ষক মহলেই। ২ রা এপ্রিল সকাল ১০ টা থেকে শুরু হয় WBCHSE এর উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা। মোট ৮০ নাম্বারের পরীক্ষা ছিলো এইদিন। বেশ কিছু প্রশ্ন নিয়ে ইতিমধ্যে স্যোসাল মিডিয়া জুড়ে শুরে হয়েছে বিতর্ক।
বহুনির্বাচনি একাধিক প্রশ্ন নিয়ে উঠছে অভিযোগ। যেমন-
১। ডাওর' কথাটির অর্থ কী? বহুনির্বাচনি প্রশ্নটিতে সম্ভাব্য উত্তর দেওয়া হয়েছে: ক) বড়লোকদের খ) ছোটলোকদের গ) ধনী লোকদের ঘ) গ্রামের লোকদের।
পাঠ্যবইয়ে রয়েছে শীতের ভারি বৃষ্টিকে "ছোটোলোকে (অশিক্ষিত) বলে 'ডাওর' । কিন্তু সম্ভাব্য কোন উত্তরটি হবে তা নিয়ে শিক্ষক মহলেই উঠছে প্রশ্ন।
আরও একটি প্রশ্ন নিয়ে সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ উঠেছে। প্রশ্নটি হলো বর্ধমানে কোন গান বেআইনি? এই প্রশ্নটি এবারের পরীক্ষার্থীদের জন্য সিলেবাস বহির্ভূত বলে অভিযোগ উঠছে।
(বিস্তারিত আসছে)
(সমস্ত সূত্র এবং অভিযোগ স্যোসাল মিডিয়া থেকে প্রাপ্ত ।)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊