Blood: রক্তের প্রয়োজনে যা না জানলে সমস‍্যায় পড়তেন পারেন আপনিও


Blood



রক্ত, কথাটি শুনলেই সবার আতঙ্ক লাগে। রক্তের সম্পর্কে কিছু শুনলেই শুধু মনে হয় আমি জেনে কি করবো? এটা ডাক্তারবাবুদের কাজ। কিন্তু এই রক্ত সম্পর্কে আমাদের জানা দরকার। আজকাল হাজারো রোগের চিকিৎসা করতে গিয়ে রক্তের প্রয়োজন পরে। রক্ত সম্পর্কিত এই বিশেষ তথ‍্য গুলো জানা থাকলে রক্ত সংকটের দিনেও রক্ত মেলাতে অসুবিধা হবে না।




আমরাজানি, রক্ত বর্ণ লাল। কিন্তু লাল হলেও সবার রক্ত সবার শরীরে দেওয়া বা নেওয়া যায় না। এরজন‍্য প্রথম রক্তের গ্রুপ মেলাতে হয়। রক্তের মোট চারটি শ্রেণি। যথা A, B, AB ও O । রোগীর রক্ত পরীক্ষার পর যে শ্রেণি পাওয়া যাবে সেই শ্রেণির রক্ত রোগীকে দিতে হয় মূলত।



‌O শ্রেণি: O শ্রেণির রক্তকে বলা হয় সার্বিক দাতা। এই শ্রেণি উপস্থিত ব‍্যক্তি যে কাউকে যে কোনো রক্ত শ্রেণির ব‍্যক্তিকেই রক্ত দিতে পারে। তবে, সকলের কাছ নিতে পারে না। যদি কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় তবে O শ্রেণির রক্ত দিতে হবে।




‌AB শ্রেণি: AB শ্রেণির রক্তকে বলা হয় সার্বিক গ্রহীতা। এই শ্রেণি উপস্থিত ব‍্যক্তি যেকোনো ব‍্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারে।




‌A শ্রেণি: এই শ্রেণির রক্ত প্রয়োজন এমন রোগীকে A বা O শ্রেণির রক্ত দিতে হবে। তবে, A শ্রেণির রক্ত A এবং AB উভয় শ্রেণি গ্রহন করতে পারে।




‌B শ্রেণি: এই শ্রেণির রক্ত প্রয়োজন এমন রোগীকে B বা O শ্রেণির রক্ত দিতে হবে। তবে, B শ্রেণির রক্ত B এবং AB উভয় শ্রেণি গ্রহন করতে পারে।