HS BENGALI QUESTION 2022, উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ২০২২
PART-A
১। অনধিক ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ৫x১ = ৫
১.১ 'এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে।" - বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়?
১.২ 'সেই সময় এল এক বুড়ি।"- লেখক বুড়ির সম্পর্কে যে বর্ননা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।
২। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
২.১ আরগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার"- ঐ সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন?
২.২ 'আমি তা পারি না।" কবি কী পারেন না? যা পারি কেবল- কবি কী পারেন?
৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৩.১ “আমি রােজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমােই চাটুজ্জেমশাই – কেউ জানে না” – কোন্ নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রিনরুমে ঘুমােন ? ১+১+৩
অথবা
“জীবন কোথায় ?” – কে, কাকে বলেছেন ? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে, করেন ? ১+ ১+ ৩
৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
৫x১ = ৫
৪.১ “অবাক-বিহ্বল বসে আছি, মুখে কথা নেই।” – মুখে কথা নেই কেন ?
৪.২ “কে আবার গড়ে তুলল এতবার ?” – কী গড়ে তােলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন ? ১+ ৪
৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৫.১ “এ-অঞ্চলের গারােদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়” – কোন অঞ্চলের কথা বলা হয়েছে ? গারােদের ঘর কেমন তার বিবরণ দাও। ১ + ৪
৫.২“জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর।” – কোন্ জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হত ? ১ +৪
৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৬.১ বিভাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। ১+২+২
৬.২ ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে-কোনাে একটি শাখার আলােচনা করাে। ২+৩
৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ = ১০
৭.১ বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলােচনা করাে।
৭.২ বাংলা ক্রিকেটের ধারায় সারদারঞ্জন রায়চৌধুরীর অবদান আলােচনা করাে।
৭.৩ চিত্রকলা-চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করাে।
৭.৪ বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলােচনা করাে।
৮। নিম্নলিখিত যে-কোনাে একটি বিষয় নির্বাচন করে, নির্দেশানুসারে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করাে :১০x১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে :
উদ্ভব ও ইতিহাস)
কোভিড-১৯ বা করোনা মহামারী
৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করাে :
নতুন মাস্টারমশাই শ্রেণিতে যে সব বই নিয়ম করেই পড়তে হয়, মাস্টারমশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন ; এটুকু তাে প্রত্যাশিতই। মনকে নিশ্চয় একটু একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সে সব পড়াশােনা। কিন্তু ছােটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টারমশাইদের এই প্রথা ভাঙবার সাহস। পাঠ্যরেখার স্থিরতার মধ্য থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনাে কিশাের মনকে তারা চালিয়ে দেন কোনাে অভাবনীয়ের দিকে, কোনাে স্বপ্নের দিকে, কোনাে চ্যালেঞ্জের দিকে, তাহলে সে মন হয়তাে অনেকদিনের পুষ্টি পেয়ে যায়, পেয়ে যায় কোনাে নতুন জগতের আনন্দ।
৮.৩ প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করাে :
বিতর্কের বিষয় : ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’।
পক্ষে : দীর্ঘ বিদ্যালয় বিরতিতে ছাত্রছাত্রীদের গৃহবন্দী জীবনের একমাত্র মাধ্যম ‘অনলাইনএডুকেশন’। এই ব্যবস্থার উৎসাহদাতা বা কার্যকারিতার কৃতিত্ব কিছুটা হলেও করােনা পরিস্থিতি। নার্সারি থেকে উচ্চতর শিক্ষা কার্যত নির্ভরশীল হয়ে পড়েছে এই সমান্তরাল শিক্ষাপদ্ধতিতে। শহর তথা উচ্চবিত্ত পরিবারের ক্ষেত্রে এই শিক্ষা মাধ্যমের উপযােগিতা অপরিসীম।
বিপক্ষে : আর্থ-সামাজিক বৈষম্যের কারণে এই সমান্তরাল শিক্ষা মাধ্যম দেশের গ্রাম্যজীবনের ক্ষেত্রে পরিপূরক নয়। আচার্য বা শিক্ষকের সান্নিধ্য গ্রহণে যে অজ্ঞানের তিমির দূর হয় তার অভাব এই শিক্ষা পূরণ করতে পারে না। অনলাইন শিক্ষামাধ্যমে শিক্ষার মূলশর্ত থেকে বিদ্যার্থীরা বঞ্চিত হবে। বিকাশের পথ ও লক্ষ্য পরিপূর্ণতা পাবে না।
৮.৪
প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করাে :
সৈয়দ মুজতবা আলি (১৯০৪-১৯৭৪) : ১৯০৪ খ্রীঃ ১৩ সেপ্টেম্বরে অবিভক্ত ভারতবর্ষের শ্রীহট্টের অন্তর্গত করিমগঞ্জে।
• পিতা সৈয়দ সিকান্দার আলি।
শিক্ষাঃ সিলেট গভর্ণমেন্ট হাইস্কুলে পড়াশােনা শুরু। পরে শান্তিনিকেতনে এসে উচ্চতর বিদ্যার্জন ও রবীন্দ্রনাথের সান্নিধ্যলাভ। স্নাতকোত্তর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। গবেষণা – বন বিশ্ববিদ্যালয়, জার্মানী।
গবেষণার বিষয় : তুলনামূলক ধর্মতত্ত্ব। বাংলা, ইংরাজি, সংস্কৃত, আরবী, জার্মান, ফরাসী, পারসিক এবং হিন্দুস্তানী ভাষায় তাঁর সর্বোচ্চ স্তরের দক্ষতা ছিল। এছাড়া আরাে আটটি ভাষার সঙ্গে তার পরিচিতি ছিল।
• ভ্রমণ, বাস, কর্মজীবন: কাবুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক জীবন শুরু করে পৃথিবীর অজস্র খ্যাতনামা শিক্ষাপীঠে তিনি শিক্ষাদান করেছেন। কায়রাে, করাচি থেকে ইউরােপ যেখানেই তিনি গিয়েছেন, মাতৃভাষা বাংলাকে তিনি ভুলতে পারেন নি, চানও নি। করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আজও সক্রিয় এবং সেখানেও প্রাচীন বাংলার পুথি রক্ষিত আছে, মূলত তাঁরই উদ্যোগে।
গ্রন্থঃ দেশে-বিদেশে, পঞ্চতন্ত্র (১ম ও ২য়), চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, জলে-ডাঙায়, ধূপছায়া, দ্বন্দ্ব-মধুর, শবনম, ভবঘুরে ও অন্যান্য, বহু বিচিত্রা, রাজা-উজীর, কত না অশ্রুজল, গুরুদেব ও শান্তিনিকেতন।
• রচনা বৈশিষ্ট্যঃ হাস্যরসােজ্জল, ভাবগম্ভীর, পাণ্ডিত্যের স্বতঃ প্রকাশে বাংলার চিরকালের গদ্যসাহিত্যের উজ্জ্বল রত্ন। বাংলার প্রতিভাবানদের নিত্যসভায় তাঁর অমর আসন।
PART- B (স্মৃতি থেকে সংগৃহীত, খুব দ্রুত উত্তর সহ আপডেট দেওয়া হবে)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোন ১৮ টি)
১.১ নিহত ভাইয়ের শবদেহ দেখে / নাই যদি হয় - ______
১.২ 'এ গল্প গ্রামে সবাই শুনেছে'- গল্পটা হল - _____
১.৩ থুত্থুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো-____
১.৪ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-__
১.৫ 'হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেওননি' কারন___
১.৬ 'কাল্পনিক যুদ্ধ' এর মৃত্যুকে নাট্যকার বলেছেন____
১.৭ "তুলসী লাহিড়ির 'পথিক নাটক থেকে বলি'-বক্তা কে?
১.৮ 'ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল___
১.৯ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম__
১.১০ 'সবাই আবিষ্কার করল'- ___
১.১১ বড়ো বাড়ির হম-যজ্ঞি করতে এসেছিল___
১.১২ গোবর গুহের নাম কোন্ খেলার সাথে যুক্ত?
১.১৩ 'রক্তের অক্ষরে দেখিলাম'- কী দেখলেন?
১.১৪ মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে ?
১.১৫ কী উচ্ছবকে বড়ো উতলা করে?
১.১৬ 'উঃ কী শীত - সব আছে শুধু'- কী নেই?
১.১৭ শাহজাদি! সম্রাটনন্দিনী ! মৃত্যু ভয় দেখাও কাহারে- কোন নাটকের অংশ
১.১৮ রামব্রীজকে রজনীবাবু কত টাকা বক্শিশ দিয়েছিলেন?
১.১৯ বিভাজ্য ধ্বনির অপর নাম কি?
১.২০ ডাওর কথাটির অর্থ কি?
২। অনধিক ২০ টি শব্দে উত্তর দাও। ( যে কোন ১২ টি)
২.১ অবিভাজ্য ধ্বনি কাকে বলে?
২.২ প্রত্যয় কাকে বলে?
২.৩ বর্ধমানে কোন্ গান বেআইনি?
২.৪ একজন ঠান্ডা মাথায় বলল- কী বলেছিল?
২.৫ শ্বাসাঘাত কাকে বলে?
২.৬ সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও।
২.৭ ক্লিপিংস কাকে বলে?
২.৮ Dictionary শব্দটি কবে কোথায় পাওয়া যায়?
২.৯ স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে কোন ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন?
২.১০ 'তারা থাকত কোন্ বাসায়?''- কাদের কথা বলা হয়েছে?
২.১১ " আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন"- কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন?
২.১২ ঘুমহীন তাদের চোখে হানা দেয়- কাদের চোখে কী হানা দেয়?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊