লোকসভা উপনির্বাচনের আগে আবারও নাকাচেকিং এ উদ্ধার কয়েক লক্ষ নগদ টাকা


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:-


লোকসভা উপনির্বাচনের পূর্বে আবারও লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনা ঘটল জুবলি মোড়ের কাছে নাকা চেকিং এর সময়।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল উত্তর থানার পুলিশ শনিবার সকালে নাকা তল্লাশির সময় নাকা চেকিং তল্লাশিতে উদ্ধার করে ৫ লক্ষ ৬১ হাজার ৫৭০ টাকা। যদিও টাকার মালিক সঠিক কাগজপত্র দেখাতে পারেননি।লোকসভা উপ নির্বাচনের আগে গোটা আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং।



ঘটনার সম্বন্ধে জানা গেছে যে শনিবার সকালে আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলার সময় ৫ লক্ষ ৬১ হাজার ৫৭০ টাকা উদ্ধার হয়।




টাকা সংক্রান্ত কোন বৈধ কাগজ না দেখাতে পারায় আসানসোল উত্তর থানার পুলিশ এবং SST মেজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য যে আসানসোল লোক সভার উপ নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্ত নাকা পয়েন্ট গুলোতো এই ভাবে নাকা তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ সূত্রে খবর।