প্রয়াত ভারতের কৃত্রিম প্রজনন বিদ্যার অন্যতম পথপ্রদর্শক কিংবদন্তি বাঙালি প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ বৈদ্যনাথ চক্রবর্তী
ভারতের কৃত্রিম প্রজনন বিদ্যার অন্যতম পথপ্রদর্শক এবং প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী প্রয়াত হলেন। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক। বয়স হয়েছিল ৯৪ বছর।
গত ১৭ মার্চ থেকে বৈদ্যনাথ সেরিব্রাল স্ট্রোক, নিউমোনিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত বছর কোভিডেও আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কৃত্রিম উপায়ে প্রজননের ক্ষেত্রে বৈদ্যনাথ চক্রবর্তীর পরিচিতি দেশজোড়া। গোটা ভারতেই তিনি এক অতি পরিচিত নাম। ১৯৮৬ সালে তিনি কৃত্রিম প্রজনন নিয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য ‘ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন’ প্রতিষ্ঠান তৈরি করেন। পরবর্তীকালে গবেষণাপত্র তিনি ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’-র (ICMR) হাতে তুলে দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊