WB PRIMARY SCHOOL: গ্রীষ্মের গরমে সমস্ত স্কুল নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর
![]() |
STUDENTS ( FILE PICTURE) |
চলছে গ্রীষ্মের তাপদাহ। একদিকে যখন উত্তরে কিছুদিন বৃষ্টির দেখা মিললেও তখন দক্ষিনে গরম তাপ প্রবাহ। গরমে হাসফাস অবস্থা। নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিয়ে জারি হল বিশেষ বিজ্ঞপ্তি।
রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ডিআই-দের উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়ার পাশাপাশি সমস্ত স্কুল গুলি মর্নিং সেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে District Primary School Council, Primary School Council ও SSKs এর অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উষ্ণ তাপপ্রবাহ থেকে সুরক্ষিত রাখতে মর্নিং স্কুল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ তাপপ্রবাহের সতর্কতা জারি করলো IMD
শুধু প্রাথমিক নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোর ক্ষেত্রেও একি নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য ও ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের তরফে উষ্ণ তাপপ্রবাহ থেকে স্বাস্থ্য রক্ষায় গাইডলাইন দিয়েছে তা ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।
খুব ভালো সিধান্ত
উত্তরমুছুনYes
মুছুনভালো সিদ্ধান্ত
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনখুব ভালো উদ্যোগ
উত্তরমুছুনখুব ভালো খবর
উত্তরমুছুনসঠিক ব্যবস্থা গ্রহণ করেছে
উত্তরমুছুনGood decision
উত্তরমুছুনGood
উত্তরমুছুনSumer vacation immediate needed
উত্তরমুছুনGood decision
উত্তরমুছুনBhalo holo
উত্তরমুছুনGood ,Nice, Beautiful decision
উত্তরমুছুনGorome sorir kharap hoye jacche sob
উত্তরমুছুন👏👏
উত্তরমুছুনখুব ভালো সিদ্ধান্ত, দরকার পরলে আবার গরম না কমা পর্যন্ত online ক্লাস চালু করা হোক। এতে সমস্ত student উপকৃত হবে।
উত্তরমুছুন