WB PRIMARY SCHOOL: গ্রীষ্মের গরমে সমস্ত স্কুল নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর 


School Reopen
STUDENTS ( FILE PICTURE)




চলছে গ্রীষ্মের তাপদাহ। একদিকে যখন উত্তরে কিছুদিন বৃষ্টির দেখা মিললেও তখন দক্ষিনে গরম তাপ প্রবাহ। গরমে হাসফাস অবস্থা। নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে প্রাথমিক বিদ‍্যালয় থেকে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় নিয়ে জারি হল বিশেষ বিজ্ঞপ্তি।




রাজ‍্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ডিআই-দের উপযুক্ত প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়ার পাশাপাশি সমস্ত স্কুল গুলি মর্নিং সেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে District Primary School Council, Primary School Council ও SSKs এর অধীনে সকল প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের উষ্ণ তাপপ্রবাহ থেকে সুরক্ষিত রাখতে মর্নিং স্কুল করার নির্দেশ দেওয়া হয়েছে।



শুধু প্রাথমিক নয় মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক স্কুল গুলোর ক্ষেত্রেও একি নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ‍্য স্বাস্থ‍্য ও ফ‍্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের তরফে উষ্ণ তাপপ্রবাহ থেকে স্বাস্থ‍্য রক্ষায় গাইডলাইন দিয়েছে তা ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।