WBCHSE: উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বাকি পরীক্ষা নিয়ে বিশেষ ব্যবস্থা
![]() |
FILE PICTURE |
আগামীকাল ২৬ এপ্রিল এবং ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উচ্চমাধ্যমিকের বাকি দুই দিনের পরীক্ষা (HS EXAM 2022)। এদিকে দক্ষিনবঙ্গের একাধিক জেলায় চলছে প্রচন্ড তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে ইতিমধ্যেই চিকিৎসকরা একাধিক সতর্কতা জারি করেছেন। এমতাবস্থায় পরীক্ষার্থীদের (HS EXAM 2022) কথা ভেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আজ এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে সংসদ সভাপতি (WBCHSE) প্রতিটি জেলার পরীক্ষার্থীদের (HS EXAM 2022) জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বলা হয়েছে-
১। পরীক্ষা (HS EXAM 2022)চলাকালীন বিদ্যুৎ সংযোগ যেন বিচ্ছিন না হয়।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২২
২। বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত যোগান রাখতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে (HS EXAM 2022)
৩। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে (HS EXAM 2022) ORS এর যোগান রাখতে হবে জরুরী ক্ষেত্রে
৪। শারীরিকভাবে দুর্বল পরীক্ষার্থীরা (HS EXAM 2022) যাতে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পায় সেক্ষেত্রে নজর রাখতে হবে।
আরও পড়ুনঃ অনলাইন পরীক্ষার দাবীতে তুমুল বিক্ষোভ
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন- NOTIFICATION
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊