ফসল বীমা যোজনা- রাজ্যের দুই প্রকল্পে কোথায় আবেদন জানাবেন ? 

ফসল বীমা যোজনা
ফসল বীমা যোজনা




প্রধানমন্ত্রী ফসল বীমা যােজনা (পি.এম.এফ.বি.ওয়াই) এবং বাংলা ফসল বীমা যােজনা (বি.এফ.বি.ওয়াই)-এর উদ্দেশ্য হল কিষাণবন্ধুদের বীমার সুরক্ষা প্রদান করা, যাতে প্রাকৃতিক দুর্দশার কারণে কোনও ঘােষিত ফসলের বিফলতার দশায় তাদের আর্থিক সহায়তা প্রদান করে।

এই কারণে এই যােজনায় কিষাণদের আমদানীতে এক স্থিরতা দেয় অর্থাৎ কিষাণরা নিজের জমিতে ফসল ফলানাে বজায় রাখে এবং জমিতে অভূতপূর্ব আধুনিক পদ্ধতির প্রয়ােগের জন্যে উৎসাহিত করা হয়।

কারা এর সুবিধা লাভ করতে পারে?

সমস্ত কিষাণরা, যাতে অংশীদার এবং ভাগীদার ঘােষিত ক্ষেত্রে ঘােষিত ফসলের জমিতে চাষ করার কৃষকগণও অংশ নিতে পারবেন। কৃষকদের ঘােষণা  বীমাকারী ফসলের উপর বীমা করতে হবে। লােন গ্রহণকারী কৃষকদের এই বীমা সংরক্ষণ গ্রহণ করা জরুরী।

কোন কোন ক্ষেত্রে মিলবে বীমাকৃত টাকাঃ 

ফসলের নিম্নলিখিত অবস্থায় এবং ফসলের সম্ভাবিত ক্ষতির জন্যে ক্ষতিগ্রস্ত যােজনার অন্তর্গত হওয়ায় সুরক্ষিত থাকে।

বীমাকৃত জমিতে প্রতিকুল আবহাওয়ার কারণে বপন এবং রােপনের সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে সুরক্ষা করা হয়েছে।

অকাল, ক্ষরা, বন্যা, ভারী বর্ষা, ভুমিকম্প, প্রাকৃতিক দাবদাহ, বজ্রপাত, আঁধি, ধূর্নিঘড়, শীলাবৃষ্টি, তুফান, হ্যারিকেন, টর্নেডাে ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতির বিরুদ্ধে ঝুঁকির সংরক্ষণ বীমা প্রদান করা হয়।

যে সমস্ত ফসলের ক্ষেত্রে যেমন যে সমস্ত ফসল জমিতে শুকনাে হয় যদি তা ঝড়বৃষ্টি এবং অকাল বর্ষায় ক্ষতিগ্রস্ত হলে কেবল দু সপ্তাহের জন্যে কভারেজ পাওয়া যায়।

শীলাবৃষ্টি, ভুমিকম্প এবং প্লাবনের কারণে স্থানীয় দুর্ঘটনার কারণে ফসলের ক্ষয়ক্ষতি।



অঋণী কৃষকদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • জমির দলিল/জমির দলিল/পরচা/পাট্টা/থতিয়ান/ট্যাক্স রিসিভ । 
  • ফসল বপনের প্রমাণপত্র (গ্রাম প্রধান বা পঞ্চায়েত) । 
  • পুরােন ভর্তি করা প্রস্তাব পত্র  
  • পরিচিতি পত্র (পরিচিতি প্রমাণ পত্র, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড) । আধার কার্ড বাধ্যতামূলক। পাশবই / ক্যানসেল চেক
কোথায় আবেদন করবেন? 

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য  ক্লিক করুন- https://pmfby.gov.in/

আর রাজ্যের শষ্যবীমার জন্য বাংলা ফসল বীমা যোজনার জন্য ক্লিক করুন- https://banglashasyabima.net/