রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat ) সিবিআইয়ের (CBI) হাতে প্রথম গ্রেফতার


Rampurhat
Rampurhat (Photo Credit: ANI/Twitter)



রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence Case) সিবিআইয়ের (CBI) হাতে প্রথম গ্রেফতার। মুম্বই থেকে গ্রেফতার ৪ জন। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ধৃতদের ট্রানজিট রিমান্ডে বাংলায় আনবে সিবিআই। আরও পড়ুনঃ mamata banerjee: মূল্যবৃদ্ধি দূরীকরণে  মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের পদক্ষেপ 


এদিকে আজই রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।


অন্যদিকে ভাদু সেখ খুনের কেসও এবার হাতে নিতে পারে সিবি আই বলে সূত্রের খবর। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, ভাদু সেখ খুনের মামলা নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আজ সিবিআইয়ের আইনজীবী আদালতকে তাদের মতামত জানিয়েছেন। আইনজীবী জানিয়েছে, আদালত চাইলে তারা তদন্তভার নিতে রাজি। আরও পড়ুনঃ Anubrata Mandal:  অনুব্রত মন্ডলের সুস্থতা কামনায় পুজার্চনা ও হোম যজ্ঞ