আতঙ্কে রাজ্য সরকারী কর্মচারী, রাজ্যে কি জারি হবে ফিনান্সনিয়াল ক্রাইসিস ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর !
গতকাল নবান্নে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারের পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ কর্তা এবং ব্যবসায়ীদের প্রতিনিধিরা এবং মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এই বৈঠকে একাধিক গুরুত্ব পূর্ণ পদক্ষেপ নেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তিনি বলেন- 'আগামি দিনে মাইনের টাকা ঠিকমত সব রাজ্য দিতে পারবে কিনা সন্দেহ আছে।'
কার্যত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েন রাজ্যের সরকারী কর্মচারীবৃন্দ। একদিকে ৩১ শতাংশ ডিএ অমিল রাজ্যে, নেই পে কমিশন, বেতন বঞ্ছনায় রাজ্য সরকারী কর্মচারীরা, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে আতঙ্ক ছড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারী কর্মচারীদের বেতন বন্ধের যে আশঙ্কা তা সত্য করতে রাজ্যে অর্থনৈতিক সঙ্কট (financial crisis) ঘোষণা করতে হবে। ঘোষণার আগে বেতন বন্ধ করা সম্ভব না । আরও পড়ুনঃ Loan : ঋণগ্রহীতাদের বড়সড় ধাক্কা ! EMI বোঝা কমবে না, জেনে নিন RBI-এর বড় সিদ্ধান্তগুলি
স্যোসাল মিডিয়ায় এই বিষয়ে অনেক ব্যক্তি এবং সংগঠনকেও সোচ্চার হতে দেখা গেছে। তাদের বক্তব্য ইতিমধ্যে ডি এ নিয়ে কেসের অগ্রসর ঘটছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সুচতুর ভাবে রাজ্য সরকারী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেন যাতে কেউ ডি এ না চায়। আদতে রাজ্যে বেতন বন্ধ করতে হলে সরকার পড়ে যাবে, তা মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। আরও পড়ুনঃউত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল, জেনেনিন কবে পর্যন্ত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊