Calcutta High Court: নজিরবিহীন উত্তেজনা হাইকোর্টে, ধাক্কাধাক্কি-বাকবিতন্ডা
আদালত চত্বরেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। ধাক্কাধাক্কি থেকে বাকবিতন্ডা। কিছুদিন থেকে নজিরবিহীন কিছু উত্তেজনা চলছিল হাইকোর্টে। ডিভিশন বেঞ্চের ওপর ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তার এজলাসের সামনেই রীতিমতো ধাক্কাধাক্কি বাক বিতন্ডা।
বুধবার ১৭ নম্বর এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের আইনজীবী সেলের একাংশের বিরুদ্ধে। সকাল দশটা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরে একদল আইনজীবী বিক্ষোভ দেখায়। সেই সময় এজলাসে ঢোকার চেষ্টা করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি, আইনজীবী কল্লোল মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য-সহ কয়েকজন আইনজীবী। অভিযোগ, তাঁদের বাধা দেন বিক্ষোভকারী আইনজীবীরা।
বিক্ষোভকারীদের পাল্টা দাবি, ওই আইনজীবীরা এজলাসে ঢোকার সময়, তাঁদের ধাক্কা দেন। শুরু হয় হট্টগোল। গন্ডগোল না থামায় বিচারপতি বলেন, "কেউ যদি আমার এজলালে শুনানিতে অংশ নিতে না চান, তাহলে আমার কোনও অসুবিধা নেই। যাঁদের এখানে মামলা নেই, তাঁরা দয়া করে এজলাস ছেড়ে বেরিয়ে যান।" বেড়িয়ে যান আইনজীবীরা। অভিযোগ, বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কল্লোল মণ্ডল-সহ কয়েকজন আইজীবী যখন এজলাস ছেড়ে বেরোচ্ছিলেন তখন অবস্থানরত আইজীবীদের একাংশ তাঁদের মারতে তেড়ে যান। কল্লোল মণ্ডল-সহ বাকিরা দৌড়ে প্রধান বিচারপতির এজলাসে গিয়ে আশ্রয় নেন। এজলাস থেকে বেরিয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ, অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র-সহ আইনজীবীদের নিজের চেম্বারে ডেকে পাঠান প্রধান বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊