Justice Abhijit Gangopadhyay: বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কটের দাবি আইনজীবীর একাংশদের



High Court on SSC




SSC -র একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, দুর্নীতি দেখলেই সেখানে নিজের কলম ব‍্যবহারে পিছপা হননি বিচারক অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়। বাংলার চাকুরীপ্রার্থীদের কাছে যার নাম অতিচেনা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ বন্দোপাধ‍্যায়। তাঁর রায়ে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ নিয়ে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপের দাবি করেছেন। আর তখন থেকেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই বিচারপতির এজলাস বয়কটের দাবি তুলল একদল আইনজীবী।




আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের এজলাসের বাইরে বিক্ষোভ দেখান একদল আইনজীবী। তৈরি হয় অস্থির পরিবেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায় এজলাসে আসলেও থামেনি হট্টোগোল অবশেষে বিচারপতি বলেন, "কেউ যদি আমার এজলালে শুনানিতে অংশ নিতে না চান, তাহলে আমার কোনও অসুবিধা নেই। যাঁদের এখানে মামলা নেই, তাঁরা দয়া করে এজলাস ছেড়ে বেরিয়ে যান।" তাতে বিক্ষোভকারী আইনজীবীরা এজলাস ছেড়ে বেরিয়ে যান।







মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের প্রস্তাব পাস করাতে চান আইনজীবীদের একাংশ। বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ-সহ কয়েক জন আইজীবী তাতে রাজি হননি। সেই নিয়ে দু’পক্ষের আইজীবীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। শেষে বর্ষীয়ান আইনজীবী চণ্ডীচরণ দাসের নেতৃত্বে আইনজীবীদের একাংশ বৈঠক করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি চিঠিতে সই করে প্রধান বিচারপতিকে দেওয়া হয়। এর পর এ দিনের বিক্ষোভ।




এজলাসে শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইনজীবী চণ্ডীচরণ দাসের উদ্দেশে বলেন, "চিঠিতে আপনার স্বাক্ষর দেখে আমার খারাপ লেগেছে। আপনারা রাজনীতি করছেন করুন, আমি করছি না। আমি দুর্নীতির বিরুদ্ধে আদালতে বিচার করছি। কিছুদিন আগে অশোক দেবের সঙ্গে দেখা হল। আমরা চা খেলাম। তাঁকেও বলেছি, আপনি আমার বিরুদ্ধে যা বলছেন, সেটা মন থেকে মেনে নিতে পারছেন তো?"




এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, "আমি দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবই। মাথায় বন্দুক ঠেকালেও থামব না। সব আমলেই দুর্নীতি হয়। এই দুর্নীতি বন্ধ করতে আপনারা আমাকে সাহায্য করুন।"