Latest News

6/recent/ticker-posts

Ad Code

Blood Donation Camp at Tea Stall: চায়ের দোকানে রক্তদান শিবির

Blood Donation Camp at Tea Stall: চায়ের দোকানে রক্তদান শিবির

Blood donation camp



অভীক মিত্র -


দুবরাজপুরের প্রসিদ্ধ চা বিক্রেতা বিপুল ওঝা । চায়ের দোকানের আড্ডা থেকে রক্তদান শিবির করার ভাবনা আসে বিপুলের মনে । "বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনে"র চায়ের আড্ডায় গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা শুনে বিপুল বাবু ইচ্ছে হয় ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ানোর আর তাই তিনি অ্যাসোসিয়েশনের সহযোগিতা নিয়ে একটি রক্তদান শিবির করার কথা চিন্তা করেন । 



চায়ের দোকানের এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য "বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স" দিয়েছেন তাদের রক্তদান শিবিরের আয়োজন করে বিপুলবাবর চায়ের দোকানে । রাজ্য স্বাস্থ্য ভবনের সম্পুর্ণ AC বাসে এই রক্তদান শিবির করা হয় ।



জেলার মধ্যে ধারাবাহিক ভ্রাম্যমাণ রক্তদান শিবির শুরু হলো BVBDA এর হাত ধরে চায়ের দোকান থেকে ।



এই শিবিরে চা বিক্রেতা বিপুল সহ আরো কুড়িজন রক্তদান করেন । সংগঠনের সহ সভাপতি প্রিয়নীল পাল বলেন, "রাজ্য সরকারের ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের লক্ষ্য যাতে সবাই রক্তদানে এগিয়ে আসে সেই লক্ষ্যকে পুরনো করতেই আমরা চায়ের আড্ডা কেউ বেছে নিয়েছি রক্তদান করার জন্য । এই শিবিরের মাধ্যমে এই সময় রক্তের সংকট অনেকটা কমবে আগামীদিনেও কম করে চব্বিশটা রক্তদান শিবির রয়েছে সারা জেলা জুড়ে আগামী এক মাসে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code