শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ সহ একাধিক বিষয়ে প্রতিবাদ মিছিল করলো ABTA

ABTA



নীল সাদা পোশাক ,রাজ্য জুড়ে ছাত্রী সহ নারীদের ওপর লাগামহীন নির্যাতন, স্কুলে নিয়োগ নিয়ে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি সহ, আনিস খানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কঠিন সাজার দাবিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বাম শিক্ষক সংগঠনের সদস্যরা।


বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের রাজপথে নেমে এই বিষয় গুলো নিয়ে ক্ষোভ ফেটে পরলো নিখিলবঙ্গ শিক্ষক সংগঠনের সদস্যরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাম শিক্ষক সংগঠন আয়োজিত মিছিলটি।


এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে বামপন্থী শিক্ষক নেতা বিপ্লব ঝা বলেন, রাজ্য জুড়ে স্কুলে নীল সাদা পোশাক চাপিয়ে দেবার মতো স্বৈরচারিক সরকারি সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা যেমন করছি ,এর পাশাপাশি স্কুলের বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে প্রতিদিন যে দুর্নীতির অভিযোগ ওঠে আসছে তার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি সহ বিশেষত ছাত্রীদের ওপর যেভাবে লাগাতার ধর্ষণসহ দেহ জ্বালিয়ে দেবার মতো ঘটনা ঘটে চলেছে, তার সঙ্গে কৃতি ছাত্র আনিস খানের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কঠিন সাজার দাবিতে এই মিছিল।