Latest News

6/recent/ticker-posts

Ad Code

Road Accident: চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Road Accident: চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Road Accident




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
 


চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মধ্য বয়স্ক বাইক চালকের।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দুই নম্বর জাতীয় সড়কের মিরছবা এলাকায়।ঘাতক গাড়ি টিকে আটক করেছে পুলিশ।



মৃতর নাম গনেশ চন্দ্র সামন্ত বয়স প্রায় 60 বাড়ি ছোটো নীলপুর।



স্থানীয় সূত্রে জানা গেছে একটা চারচাকা গাড়ি কলকাতাগামী একটা দশচাকা লড়িকে বাদিক থেকে ওভার টেক করতে যাবার সময় বর্ধমানের মিরছোবা এলাকার ক্রসিং থেকে রাস্তা পারাপার করা মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুত্বর জখম হন প্রায় 60 বছর বয়সী ছোটো নীলপুরের বাসিন্দা গনেশ চন্দ্র সামন্ত। আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।সেখানে চিকিৎসকেরা জানান তার মৃত্যু হয়েছে।



বর্ধমান সদর থানার পুলিশের তৎপরতায় ঘটনাস্থলের কিছুটা দুরে ধরা পড়ে ঘাতক গাড়িটি। আটক করা হয়েছে গাড়ির চালককে।

এই ঘটনায় এলাকায় নেমে এলো শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code