তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে পশ্চিমবঙ্গে!




পশ্চিমবঙ্গে এবার বিদায় নেবে শীত এবং দিনের তাপমাত্রা বাড়বে; এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, এই বছর রেকর্ড গরম পড়তে পারে এমনটাই দাবি করেছিলেন ভূতত্ত্ববিদ সুজীব কর।




তিনি জানান, ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অর্থাৎ এই তিন মাসের মধ্যে যে কোনও সময় গরমে ওষ্ঠাগত হতে পারে প্রাণ।




যদিও এই সম্ভাবনা খারিজ করে দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “মার্চ মাসে কলকাতার বা জেলার তাপমাত্রা ৪০ বা ৪৫ ডিগ্রি ছোঁয়ার কোনও সম্ভাবনা নেই।




কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। রাজ্যের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বাড়বে দিনের তাপমাত্রা। আগামী ৪-৫ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।