Latest News

6/recent/ticker-posts

Ad Code

Virat Kohli 100 Test Match:দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক‍্যাপ নিলেন কোহলি, পাশে অনুষ্কা দেখুন ছবি

অনুষ্কাকে পাশে নিয়ে দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক‍্যাপ নিলেন কোহলি,  দেখুন ছবি 



আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আজ কেরিয়ারের শততম ম‍্যাচ খেলতে নামলেন বিরাট। আর তার আগে কোহলির হাতে শত টেস্টর ক‍্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।



কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ কথা প্রাক্তন তারকা ব্যাটার রাহুল দ্রাবিড়। কেরিয়ারের এই মাহেন্দ্রক্ষণে কোহলির পাশেই ছিল কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা।



মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে  কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয়। রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ক্যাপ নিয়ে কোহলি বলেছেন, এটা আমার কাছে একেবারেই বিশেষ একটা মুহূর্ত। 




বিসিসিআইকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, শততম টেস্ট ক্যাপ পেলাম আমার ছোটবেলার নায়কের কাজ থেকে। এটা দুর্দান্ত একটা ব্যাপার। 












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code