পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি


সাইকেল, মিছিল,



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোলঃ

বাজনার সাথে রঙিন বেলুন নিয়ে অভিনব ভাবে আসানসোল লোকসভা উপ নির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি সাইকেলে চড়ে পেছনে প্রচুর কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে নমিনেশন জমা করতে যান।

পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে ও বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রতিবাদে প্রার্থী সহ কর্মীসমর্থকরা কালো ব্যাজ, মাথায় কালো ফেটি বেঁধে বৃহস্পতিবার সকালে আসানসোলের সেনরেল রোডে সৃষ্টি নগর মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত মিছিল করে নমিনেশন জমা দিতে যান কংগ্রেস প্রার্থী। এদিন জেলা শাসক এস অরুন প্রসাদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কেন এই সাইকেলে চেপে নমিনেশন, জানতে চাইলে তিনি বলেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাইকেল চালিয়ে প্রতিবাদ। এদিন তিনি বলেন যখন পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেল তেলের দাম বৃদ্ধি করেন নি। কিন্তু যেই ৫ রাজ্যে বিধানসভা ভোট শেষ তারপরেই বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম। ৫০ টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ট্যাক্সের ভার।

একই সাথে এদিন কংগ্রেস কর্মীদের দেখা গেল কালো ব্যাচ ও মাথায় কালো কাপড়। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পশ্চিমবঙ্গে গত কয়েকদিনে ২৬ জন খুন হয়েছেন। নিশংস এই খুনের প্রতিবাদ জানাচ্ছি আমরা। রামপুরহাটে যেভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে তার নিন্দা করছি আমরা। তার জন্য আজকে আমরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ করছি।রাজ্য ও কেন্দ্রের দুই সরকারের বিরুদ্ধেই আসানসোলের মানুষ ভোট দেবেন বলে আশা করেছেন কংগ্রেস প্রার্থী।

আজকের কংগ্রেস প্রার্থীর নমিনেশনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় সহ আরও কর্মীসমর্থকরা।