HS EXAM 2022: উচ্চমাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করলেই মিলবে স্কুটার

HS EXAM 2022
scooter




উচ্চমাধ্যমিকে ( HS EXAM 2022) প্রথম ডিভিশনে পাস করলেই মিলবে স্কুটার। রাজ্য বাজেট পেশ করে এই প্রস্তাব রাখেন অসমের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। তিনি জানান, Pragyan Bharati প্রকল্পে এই স্কুটার (scooter) দেওয়া হবে। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের ( HS EXAM 2022) আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প (Pragyan Bharati) করা হচ্ছে বলেও জানান।




এবারের রাজ্য বাজেটে অসমের রাস্তা, সেতু, নতুন হাসপাতাল নির্মাণে জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রেও । পড়ুয়াদের নানা রকম আর্থিক সাহায্য করা ছাড়াও আরও তিনটি মেডিক্যাল কলেজ স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে।




এই বাজেটে একাধিক কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নত করা হবে বলেও জানানো হয়। অজন্তা নিয়োগ বাজেটে জানান, প্রজ্ঞান ভারতী প্রকল্পে স্নাতকস্তর পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হবে। সেই সঙ্গে দেওয়া হবে পাঠ্যপুস্তকের সহায়িকাও।



কলেজ , বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, মেডিক্যাল ও পলিটেকনিক কলেজের পড়ুয়াদের জন্যও সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, এই স্তরের পড়ুয়াদের ( HS EXAM 2022) হস্টেলে থাকার জন্য যে খরচ হয় তাতে প্রতি মাসে ২০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।