Two days Strike: দুই দিনের ধর্মঘটের ডাক সিটুসহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির


Two days Strike



রঞ্জিত ঘোষ ,বাঁকুড়া

12 দফা দাবিকে সামনে রেখে সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটুসহ বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি। তারা কেন্দ্রীয় সরকারে একাধিক নীতির বিরোধিতা করে ,পেট্রল-ডিজেলের কর কমিয়ে দাম কমানো,নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ,শিল্পের বেসরকারিকরণ না করা,ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ এবং স্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ 12 দফা দাবিকে সমানে রেখে পথে নেমেছে বাম সং গঠনগুলি । 




সেই মতো 12 দফা দাবি নিয়ে বাঁকুড়ার মেজিয়াতে এক গন কনভেনশনের মাধ্যমে পথে নামতে দেখা গেল বামেদের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে। তারা এই গন কনভেনশন থেকে মেজিয়ায় গড়ে ওঠা কারখানা গুলির বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় বেকার যুবকদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানোর। 




বাম সংগঠনের তরফে বলা হয়, মেজিয়ায় বাম আমলে অনেক কারখানা গড়ে উঠলেও বর্তমানে সেখানে শাসক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে।ফলে কাজ পাচ্ছে না এলাকার অদক্ষ শ্রমিকরা।তাদের কাজের জন্য যেতে হচ্ছে বাইরে আথবা রানিগঞ্জ বা দুর্গাপুরে । এদিনের এই কনভেনশন থেকে স্থানীয় শ্রমিকদের নিয়োগের জরালো দাবি তোলার পাশাপাশি তাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির তরফে ডাকা দেশব্যাপী দুইদিনের ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় বাম সংগঠন গুলির তরফে।