Latest News

6/recent/ticker-posts

Ad Code

Teacher Recruitment : এবার রাজ্যের হবু শিক্ষকদের সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী

Teacher Recruitment :  এবার রাজ্যের হবু শিক্ষকদের সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী 

ব্রাত্য বসু , শিক্ষামন্ত্রী


চাকরিপ্রার্থীরা শিক্ষক নিয়োগের দাবিতে বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন। দীর্ঘদিন শিক্ষক নিয়োগের কোনো নতুন বিজ্ঞপ্তি নেই। পাশাপাশি, প্রায় আট বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও। এমনকি, বিভিন্ন স্কুলে রীতিমত শিক্ষকের সঙ্কট দেখা দিচ্ছে। যার ফলে সুষ্ঠুভাবে স্কুল চালাতেও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। 


স্কুলগুলি কোনোমতে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের মাধ্যমে চলছে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনও করতে থাকেন চাকরিপ্রার্থীরা। তবে, এবার রাজ্যের হবু শিক্ষকদের জন্য রয়েছে দারুণ সুখবর। 


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এবার বড় বার্তা দিয়েছেন। জানা গিয়েছে যে, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সব শূন্যপদেই দ্রুত নিয়োগ হবে।


পাশাপাশি, তিনি আরও জানান যে, দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমেই আমরা নিয়োগ করব।


আগামীদিনে কোনো শূন্যপদ না থাকার প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, আগামীদিনে কোনো শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ করা হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। তবে কিভাবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। যদিও, আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code