tathagata roy and Srabanti Chatterjee



“যা দেওয়ার অকাতরে দিয়েছে'', শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) এমন ভাষায় কটাক্ষ করলেন তথাগত রায়। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক ।




কেউবা বলছেন- "শ্রাবন্তী যা দেবার অকাতরে দিয়েছে!!" নাতনির বয়সী মহিলা সম্পর্কে এই উক্তি একজন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের!! " তো আবার কেউ বলছেন "শেষের বক্তব্যে নিজের রুচির পরিচয়টা দিয়ে দিলেন তথাকথিত শিক্ষিত মানুষ হয়েও।"








গতকাল স্যোসাল মিডিয়ায় তথাগত রায় লিখেছিলেন "শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক routine। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি !"


প্রসঙ্গত ২১-এর নির্বাচনের আগে BJP-তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। তবে, তিনি হেরে যান। রাজ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার যে প্রবণতা তৈরি হয় সেই স্রোতে গা ভাসিয়েছিলেন এই অভিনেত্রীও। টুইট করে BJP-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)।  আরও পড়ুনঃ  কীর্তন গানের নামে হচ্ছে টা কী ! কখনো যুবতীর ব্রেকডান্স তো কখনো পুষ্পা স্টাইল , ক্ষুদ্ধ নেটিজেন


শুধু সম্পর্ক ছিন্ন নয়, এরপর তৃণমূলের একাধিক সভায় শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) দেখা গিয়েছে। রীতিমতো ঘোষণাও করেছেন, তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন। যদিও অফিশিয়ালি জোড়াফুলের পতাকা হাতে নেননি এখনও।