কীর্তন গানের নামে হচ্ছে টা কী ! কখনো যুবতীর ব্রেকডান্স তো কখনো পুষ্পা স্টাইল , ক্ষুদ্ধ নেটিজেন


যুবতীদের কীর্তন ডান্স



কয়েকদিন আগেই স্যোসাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ভাইরাল (Viral) হয়ে যায়। সেখানে দেখা যায় একটি কীর্তন গানের আসরে যেখানে পাঁচালীর ছন্দে ধীরে ধীরে পা চালিয়ে কীর্তন গান করবার কথা সেখানে জনপ্রিয় পুষ্পা সিনেমার শ্রীভল্লী গানের সুরে হরে কৃষ্ণ নামগান গাওয়া হচ্ছে, শুধু তাই নয় সাথে পুষ্পা রাজের জনপ্রিয় স্টাইলে কীর্তন গানের সাথে একদল যুবককে নৃত্য পরিবেশনও করতে দেখা যায় । এবার আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একদল যুবতী কীর্তন গানের নৃত্য করছে না ব্রেকডান্স করছে তা বোঝা দায় ।

আর এই দুই ভিডিও ভাইরাল হতেই নেটজনতার একাংশ ক্ষোভে ফুঁসছে। ভারতীয় সংস্কৃতিতে কীর্তন গানের গুরুত্ব এবং তার মহিমাকে এভাবে ভূলুন্ঠিত করা হচ্ছে বলে অভিমত তাদের।


প্রসঙ্গত শ্রী কৃষ্ণের মহিমা কীর্তন করে সুর তাল সংযোজনে পরিবেশিত সঙ্গীতই সাধারণ অর্থে কীর্তন। আর এই কীর্তন গানকেই হাতিয়ার করে ভাব বিপ্লবে বিজয়ী হয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। সেদিন আপামর জনসাধারণ এই কীর্তনের সুরে তাল মিলিয়েই পথে নেমেছিলেন।


কিন্তু বর্তমান সময়ে এই কীর্তন গাননিয়ে এমন 'বিকৃত' পরিবেশন নিয়ে স্যোসাল মিডিয়ায় নেট জনতার ক্ষোভ তৈরি হচ্ছে। আরও পড়ুনঃ ক্রমশ গরম বৃদ্ধি পাচ্ছে, সাথে রয়েছে পরীক্ষার চাপ, কীভাবে শরীরকে সুস্থ রাখবেন , জেনে নিন সহজ উপায়