পান্ডবেশ্বর বিধানসভার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০টি সেলাই মেশিন বিতরণ (sewing machines)
পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় INDIA POWER এর সহযোগিতায় চল্লিশটা সেলাই মেশিন (sewing machines) এবং প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে কোনো মুমূর্ষু রোগীর সাহায্যার্থে তুলে দেওয়া হলো অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স।
রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে INDIA POWER নামক একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থা পান্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন মহিলাদের হাতে চল্লিশটি সেলাই মেশিন তুলে দেয়। এই সেলাই মেশিনগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি একটি মাতৃযান তুলে দেওয়া হয় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতকে।
বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও দেব-জিৎ দত্ত, জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।
রাজ্য সরকার বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়াচ্ছে এবং সাধারণ মানুষকে স্বনির্ভরতা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিধায়কের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ওই বেসরকারি সংস্থা। ওই বেসরকারি সংস্থার উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক,বিধায়ক বলেন পান্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সংঘবদ্ধ শক্তিশালী করে তোলার জন্য রাজ্য সরকার যথেষ্ট সাহায্য করছে। তার সাথে সাথে এই ইন্ডিয়া পাওয়ারের মতো সংস্থাগুলির বিভিন্ন সাহায্য গ্রুপের বিভিন্ন মহিলাদের আরও অনুপ্রাণিত করবে এবং আমিও সচেষ্ট বিধায়ক তহবিল থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্য।সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সকলেই আমার বাড়ির মা বোন,তাই তাদের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊