সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীশান্ত



সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় পেসার শ্রীশান্ত। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ঘরের মাঠে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পেসার শ্রীশান্ত ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় কুখ্যাত স্পট ফিক্সিং কান্ডে জড়িয়ে নির্বাসনে যান। এরপর, ২০২০ সালে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর নির্বাসন কাটিয়ে ফিরে কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফিও খেলেছিলেন। 



স্পট ফিক্সিংয়ের নির্বাসন কাটিয়ে উঠলেও দুবছর ধরে আইপিএল থেকে ব্রাত‍্যই থেকেছেন তিনি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মুখ ফিরিয়ে নিতেই অবসর নিয়ে ফেললেন শান্তাকুমারন শ্রীসন্থ। প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। একইসঙ্গে সব ধরনের ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন এই বিতর্কিত ও সদাহাস্য শ্রীসন্থ। 



টুইটারে নিজের অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি। যদিও টুইটারে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন বলেই জানান তিনি। টুইট করে জানান, খুশি না হলেও জীবনের এই পর্যায়ে এটাই সঠিক এবং সম্মানজনক সিদ্ধান্ত। যদিও নিজের সংক্ষিপ্ত বার্তায় কেবল প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেই অবসর নেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।