Rampurhat Incident : রামপুরহাট কান্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী
বড়শাল গ্রামপঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ দুস্কৃতীদের ছোড়া বোমায় মারা যায় । এরপর এলাকায় একাধিক বাড়ীতে আগুন লাগানোর অভিযোগ উঠে ।
বগটুই গ্রাম থেকে সোমবার রাতে তিনজন এবং মঙ্গলবার সকালে একটা বন্ধ ঘর থেকে সাতজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে দমকল ।
রামপুরহাটের (Rampurhat Incident) বগটুইয়ের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, বীরভূমে যা হয়েছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। ওই ঘটনায় যারা অভিযুক্ত, তাদের কখনও ক্ষমা করা যায় না।
রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মৃতদের প্রতি শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। রাজ্য সরকার যাতে দোষীদের শাস্তি দিতে পারে, সে বিষয়ে কেন্দ্রের তরফে সমস্ত রকমের সাহায্য কেন্দ্র করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊