আবহাওয়ার খবর: বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে 


আবহাওয়ার খবর




রাজ্যবাসী ভয়াবহ গরমে নাজেহাল। এর মাঝেই স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। ৫ জেলায় আজই হতে চলেছে বৃষ্টি। তবে দাবদাহের সঙ্গে সঙ্গেই বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।







তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই। বৃষ্টির ফলে বাকি জেলাগুলিতে কোনও প্রভাবই পড়বে না। ২৪ মার্চ সকালের মধ্যে শুকনো থাকবে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। বুধবারও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।




আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। শুকনো থাকবে বাকি সবকটি জেলা। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৪° সেলসিয়াস বেশিই।




এদিন বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, এবং দুই মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলার আবহাওয়া। আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া।




কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে অত্যাধিক গরমের সতর্কতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পেরোতে পারে ২-৪° সেলসিয়াস।