বারাণসী থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি
বারাণসী থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি। উত্তরপ্রদেশে বিধানসভা ভোট (UP Assembly Election 2022) -এ বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনের সভা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সন্ধেয় বিমানবন্দর থেকে সন্ধ্যারতি দেখতে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে তৃণমূলনেত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কালো পতাকা দেখানো হয় মমতাকে, উঠে 'জয় শ্রীরাম' স্লোগান। পাল্টা 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দেন সমাজবাদী পার্টির সমর্থকরা।
বারাণসী থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি ঘটে। 'ডিসেন্ড' হয়ে যায়। নির্দিষ্ট উচ্চতার থেকে বিমান নেমে যায় অনেকটাই নীচে! আতঙ্কিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীরা। বিমানের ভিতরে ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তবে এড়িয়ে গেছে দুর্ঘটনা। জানা যায়, আকাশ পরিষ্কার ছিল। দমদমে নামার মিনিট দশেক আগে এই বিপত্তি ঘটে। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। শেষপর্যন্ত নিরাপদে দমদম বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রীর বিমান।
এই ঘটনা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনার পরই রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি নিয়ে পড়ে গিয়েছে শোরগোল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊