ইউক্রেনের জেপোরজিয়া পারমাণবিক কেন্দ্র দখল রাশিয়া, হামলায় পারমাণবিক কেন্দ্রে আগুন
ভয়াবহ মোড় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ! পুতিন বাহিনীর হামলায় পারমাণবিক কেন্দ্রে আগুন। যুদ্ধের নবম দিনে ইউক্রেনের জেপোরজিয়া পারমাণবিক কেন্দ্র দখল করেছে রাশিয়া। পুতিন বাহিনীর হামলায় পারমাণবিক কেন্দ্রে আগুন। এর জেরেই প্রবল উদ্বেগে গোটা ইউরোপ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও প্রবল উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জেপোরজিয়া (zaporizhzhia) পারমাণবিক কেন্দ্র। ৬টি রিঅ্যাক্টরের মধ্যে একটিতে আগুন লেগেছে বলে খবর। পরমাণু কেন্দ্রে যাবতীয় প্রক্রিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল কুলিং ডাউন। যার মাধ্যমে রিঅ্যাক্টরের তাপমাত্রা লাগামে রাখা হয় সেই প্রক্রিয়া ব্যাহত হলে বিস্ফোরণের আশঙ্কা থেকে যায়। জাপোরজিয়া কেন্দ্রেও ঠিক তেমন আশঙ্কাই করা হচ্ছে।
আগুন লাগার কারণে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে (nuclear reactor) ক্ষতি হলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় জ্বালানি রিঅ্যাক্টরের সুরক্ষাবলয় ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পারে যার জেরে ক্ষতি হতে পারে গোটা ইউরোপ এবং পড়শি দেশগুলিতে। নিউক্লিয়ার রিঅ্য়াক্টরের কুলিং প্রসেস বা ঠান্ডা রাখার প্রক্রিয়া ব্যাহত হলে সেখানে বিস্ফোরণ ঘটতে পারে। অস্ত্র বা বোমার আঘাতে রিঅ্য়াক্টরের কাঠামো ভেঙে গেলেও প্রবল বিস্ফোরণ হতে পারে।
পরমাণু বিস্ফোরণ হলে গোটা ইউরোপে তার প্রভাব পড়বে। মারা যাবেন অসংখ্য নাগরিক।ইউরোপের অধিকাংশ দেশই কৃষি, অর্থনীতি থেকে পরিবেশ, ভয়াবহ বিপদের মুখে পড়বে ।পারমাণবিক কেন্দ্র কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আপাতত নানা কাজ চলছিল ওই পারমাণবিক কেন্দ্রটিতে। ফলে বন্ধই ছিল অধিকাংশ রিঅ্যাক্টর। আগুনও আপাতত নিভিয়ে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊