Latest News

6/recent/ticker-posts

Ad Code

Fuel Price Hike: মধ্যরাত থেকে বৃদ্ধি পেলো পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম

Breaking: ফের মধ্যবিত্তের হেঁশেলে চাপ! একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম


lpg cylinder



ফের মধ্যবিত্তের হেঁশেলে চাপ! একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের (১৪ কেজি) দাম ৫০ টাকা বাড়ল। বানিজ্যিক রান্নার গ্যাসের (১৯ কেজি) দাম কমল ৮ টাকা। ৫ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও (petrol-diesel price hike)। মঙ্গলবার সকাল ৬টা থেকে লিটার প্রতি পেট্রোলের ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি হবে। এমনই জানাচ্ছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।




কলকাতায় (Kolkata) সিলিন্ডার পিছু এলপিজি গ্যাসের (LPG Price Hike) দাম হল ৯৭৬ টাকা। এবং বানিজ্যিক রান্নার গ্যাসের (১৯ কেজি) দাম ৮ টাকা কমে হল ২০৮৭ টাকা। লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রলের নয়া দাম হল ১০৫ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের নয়া দাম হল ৯০ টাকা ৬২ পয়সা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত দাম (Petrol-Diesel Price Hike)।




বিধানসভায় বাজেট অধিবেশনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ আরও বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন মমতা।পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই আশঙ্কাই বাস্তব রূপ পেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code