The Kashmir Files প্রদর্শনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য জারি হলো ১৪৪ ধারা
'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) দেখানো শুরু হবে ২২ মার্চ, মঙ্গলবার থেকে। আর তাই ২২ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) জারি থাকবে ১৪৪ ধারা। দ্যা কাশ্মীর ফাইলসের প্রদর্শনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তার জন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। রাজস্থানের জেলাশাসক এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
প্রসঙ্গত 'দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) ছবি দেশ ও দেশের বাইরে প্রভাব ফেলেছে। কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর(Kashmir) থেকে উৎখাত করার যে বাস্তবের কাহিনী উঠে এসেছে তা মন জয় করেছে সাধারণ সিনেপ্রেমী থেকে শুরু করে সমালোচকদের।
ইতিমধ্যেই দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে কালেকশন ১০০ কোটি অতিক্রম করে গেছে। ছবির বানিজ্য বিশেষজ্ঞরা বলছেন আগামিদিনে ৩৫০ কোটি টাকা ব্যবসা করবে অনুপম খের(Anupam Kher), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পল্লবী যোশী (Pallabi Joshi), দর্শন কুমার (Darshan Kumar) অভিনীত এই ছবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊