Breaking: রাশিয়ার গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্রের মৃত্যু

Indian student killed in Kharkiv shelling. (Photo: AP/Representational)




বিদেশ মন্ত্রক জানিয়েছে-'আজ সকালে খারকিভে রাশিয়ার গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে।"



বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অরিন্দম বাগচী জানিয়েছেন- “গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”




অরিন্দম বাগচী আরও জানিয়েছেন- "পররাষ্ট্র সচিব রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের ডেকেছেন ভারতীয় নাগরিকদের জন্য জরুরী নিরাপদ পথের জন্য। যারা এখনও খারকিভ এবং অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের শহরগুলিতে রয়েছে৷ রাশিয়ায় আমাদের রাষ্ট্রদূতরাও একই ধরনের পদক্ষেপ নিচ্ছেন৷ "

Indian student killed in Kharkiv shelling.
Indian student killed in Kharkiv shelling.



রাশিয়ার গোলাগুলিতে মৃত ছাত্রটি কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে। নাম নবীন। 

অপরদিকে ট্রেন হোক বা অন্য যানবাহন, যেভাবে হোক আজকের মধ্যে ইউক্রেনের রাজধানী শহর ছেড়ে বেরিয়ে যান ভারতীয়রা। এমনই বার্তা দেওয়া হল ইউক্রনের ভারতীয় (India) দূতাবাসের তরফে।


ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন-