শিবের মাথায় জল ঢালতে দুই টাকার টিকিট! 





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


শিবের মাথায় জল ঢালতে হলে দিতে হবে দু টাকা।কাটতে হবে কুপন।এমনই এক চিত্র দেখা গেলো বর্ধমান ১০৮ শিব মন্দিরে।




১৭৮৮ খ্রিস্টাব্দ নাগাদ মহামারী দেখা দিয়েছিল বর্ধমান নবাব হাট এলাকায়।মহামারিতে প্রান হারান অনেক মানুষ।স্বজন হারা মানুষদের পাশে ছিলেন তৎকলীন রানীমা।ঈশ্বর মুখি করতে সেই সময় বর্ধমান নবাব হাট এলাকায় তৈরী করেন ১০৮ শিব মন্দির। শিব মন্দিরের কাজ শুরু হয় ১৭৮৮খ্রিস্টাব্দে ।কাজ সম্পূর্ণ হয় ১৭৯০ খ্রিস্টাব্দে।জপমালার আদলে ১০৮টি এবং অতিরিক্ত আর একটি, মোট ১০৯টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরের।




প্রতি বছর শিব রাত্রি উপলক্ষে বহু মানুষের ভির জমে নবাব হাট ১০৮ শিব মন্দিরে।করোনার কারনে গত বছর পূজো পাঠ হলেও বন্ধ রাখা হয়েছিল জল ঢালা।




করোনা শিথিল হতেই এবছর ফের চালু হয় শিবের মাথায় জল ঢালা প্রক্রিয়া। মঙ্গলবার বর্ধমানের ১০৮ শিব মন্দিরে গিয়ে দেখা গেলো অগুনতি মানুষের ভির। মহিলাদের সাথে পুরুষদেরও দেখাগেলো শিবের মাথায় জল ঢালতে। তবে শিবের মাথায় জল ঢালতে মন্দিরের ভিতর প্রবেশ করতে হলে দু,টাকা দিয়ে কুপন কাটতে হবে।তবে কূপনের বিষয়ে কেউ কেউ সহমত পোষন করলেও কারো কারো গলায় শোনাগেলো বিরোধিতার কথা।




যদিও ১০৮ শিব মন্দির ট্রাস্ট বোর্ড কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে না পারায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।