ব্যাবসায়ীদের ওপর লাগাতার অত্যাচার,হত্যার চেষ্টা , নিরুপায় হয়ে ব্যাবসা বন্ধ 


ব্যাবসা বন্ধ



ঘটনাটি জলপাইগুড়ি কোতয়ালী থানা থেকে ঢিল ছোড়া দূরত্বের কামার পাড়ার। এলাকার ব্যাবসায়ীদের অভিযোগ, বাপী নামও স্থানীয় এক দুষ্কৃতী প্রায় প্রতিদিন সন্ধ্যে হলেই দোকানে চড়াও হয়ে, নানা ধরণের জিনিস পত্র ইচ্ছে মতো দাবি করে, দাবি মতো জিনিস না দিলেই শুরু করে মস্তানী, বিভিন্ন ভাবে হুমকি দেয় ব্যাবসায়ীদের। 

সোমবার রাতে ও এমন ঘটনা ঘটায় বলে জানিয়েছেন এলাকার ব্যাবসায়ী অশোক কর, তিনি বলেন রোজ দিন একই হুমকি ,অত্যাচার করে ওই বাপি নামের  দুষ্কৃতী, গত রাতে এসে জলের বোতল চায় সেটা দেওয়া হলে আরো অন্য কিছু এবং টাকা দাবি করে, এর পরে শুরু হয় হুমকি। আমাকে বাঁচাতে এলে আমার দাদাকে ধারালো অস্ত্র এবং হাত দিয়ে হত্যার চেষ্টা করে। 

আজ তাই এলাকায় সমস্ত ব্যাবসায়ীরা নিজেদের নিরাপত্তার অভাব বোধ করায় পুলিসের কাছে অভিযোগ জানাতে এসেছে। এর পাশাপাশি এই ধরণের ঘটনার প্রতিবাদে এলাকার দোকান পাট বন্ধ রেখেছে।