মাতৃভূমি রক্ষার শপথ- প্রাক্তন মিস ইউক্রেন Anastasiia Lenna এবার যোগ দিলেন সেনা বাহিনীতে



Anastasiia Lenna



কেউবা বিয়ারের বোতলে ককটেল বানিয়ে রুশ সেনার মোকাবিলায় বদ্ধ পরিকর, আবার কেউবা বিয়ের পরই হাতে তুলে নিচ্ছে বন্দুক। এ যেন মাতৃভূমির জন্য লড়াই সমগ্র ইউক্রেন জুড়ে।

Anastasiia Lenna

এবার প্রাক্ত মিস ইউক্রেন (Ukraine) নিজের সাজপোশাক ছেড়ে তুলে নিয়েছেন সেনার পোশাক। প্রাক্তন মিস ইউক্রেন আনাসতাসিয়া লেনা (Anastasiia Lenna) এবার যোগ দিলেন সেনা বাহিনীতে।

Anastasiia Lenna

নিজের  সাজপোশাক ছেড়ে আনাসতানিয়া লেনা 
(Anastasiia Lenna) হাতে বন্দুক নিয়ে ইউক্রেনের সেনা বাহিনীতে যোগ দেন।

Anastasiia Lenna



পাশাপাশি দেশের মানুষ যাতে এই দুঃসময়ে প্রত্যেকে সেনার সাহায্যে এগিয়ে আসেন, সেই আবেদন করেন আনাসতাসিয়া (Anastasiia Lenna)।