HS ADMIT CARD : কবে মিলবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ADMIT CARD, বিজ্ঞপ্তি জারি করলো WBCHSE

HS ADMIT CARD




নিজের স্কুলেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও পরীক্ষা সূচী নিয়ে সমস্যা তৈরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সূচী ঘোষণার পর থেকেই। জয়েন্টের পরীক্ষা সূচী ঘোষণা হতেই তড়িঘড়ি সংসদ উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার তারিখে রদবদল করে। কিন্তু এতেও স্বস্তি নেই। (WB Higher Secondary 2022)



আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । যার ফলে ১১ এবং ১৩ এপ্রিলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। উপনির্বাচনের জন্য ফের একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে রদ-বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।


গতকাল সেই সম্ভাবনাই সত্য হলো, এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে নতুন তারিখ জানান । নতুন তারিখ দেখতে ক্লিক করুন- উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন । 


এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানালো কবে থেকে মিলবে এডমিট কার্ড (admit card)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আগামী ২৫/০৩/২০২২ তারিখ সংসদের নির্দিষ্ট আঞ্চলিক কার্যালয়সহ ৫৫টি বিতরণ কেন্দ্রের (Camp) মাধ্যমে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার এ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণীর (২০২১-২০২২) রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি কাগজপত্র বিতরণ করা হবে।


এইজন্য নিজ নিজ আঞ্চলিক কার্যালয়ের অধীনস্থ বিদ্যায়তনগুলির প্রধানদের বিতরণ কেন্দ্রগুলি থেকে নিজে অথবা মনােনীত প্রতিনিধিদের মাধ্যমে এগুলি সংগ্রহ করতে হবে বলেও জানিয়েছে সংসদ।