japan tsunami alert 2022: ১১ বছর পর ফের তীব্র ভূকম্পণ- সুনামি সতর্কতা জারি
জাপানে (Japan) ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে মিয়াগি প্রি ফেকচারে এই কম্পন অনুভূত হয়েছে । জানাগিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ( japan tsunami alert 2022)
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে যে দু'জন নিহত এবং 94 জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন গুরুতর।
কিয়োডো নিউজ জানিয়েছে- ফুকুশিমার সোমা সিটিতে 60 বছর বয়সী একজন ব্যক্তি বাড়ি থেকে বেড় হওয়ার চেষ্টা করার সময় তার বাড়ির দ্বিতীয় তলায় পড়ে মারা যান এবং ৭০ বছর বয়সী একজন ব্যক্তি আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকের শিকার হন।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ( japan tsunami alert 2022)
জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কম্পনের কারণে রাজধানী টোকিওসহ কয়েকটি অঞ্চলের ২৩ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রসঙ্গত এর আগে ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল। ( japan tsunami alert 2022)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊