Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসছে ঘুর্নিঝড় আসানি, কে রাখলো এই ঘূর্ণিঝড়ের নাম - Cyclone Name - Asani

Cyclone Asani : আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় 'আসানি'



Cyclone Asani


Cyclone Asani : আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় 'আসানি' (asani) ? এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে।

ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। বুধবার আবহাওয়া দপ্তর এ পূর্বাভাস দিয়েছে।

Cyclone Asani



আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী সপ্তাহে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। ঘূর্ণিঝড়ের নামটি শ্রীলঙ্কার দেওয়া।

Cyclone Asani


আবহাওয়া অধিদপ্তর (IMD) এ পর্যন্ত ১৬৯টি ঝড়ের নাম প্রকাশ করেছে। এই নামগুলি এপ্রিল ২০১৯-এ ওয়ার্ল্ড  মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (WMO) একটি প্যানেল দ্বারা অনুমােদিত হয়েছিল। তালিকা অনুযায়ী ঠিক করা হয়েছিলো জাওয়াদের পর পরবর্তী ঝড়ের নাম হবে 'আসানি। এই নামটি শ্রীলঙ্কা দিয়েছে। 

এর পর থাইল্যান্ডের সিত্রং', সংযুক্ত আরব আমিরাতের মেস' এবং ইয়েমেন থেকে মােচা'- নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত আটলান্টিক অঞ্চলে ১৯৫৩ সালে একটি চুক্তির মাধ্যমে ঝড়ের নামকরণ চালু করা হয়েছিল, যখন ভারত মহাসাগর অঞ্চলে এই ব্যবস্থার্টি ২০০৪ সালে শুরু হয়েছিল। ভারতের উদ্যোগে এই অঞ্চলের ৮টি দেশ ঝড়ের নামকরণ শুরু করে। 

এর মধ্যে রয়েছে - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান এবং থাইল্যান্ড। তারপর ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাত, ইরান, কাতার এবং ইয়েমেনের মতাে দেশও এতে যােগ দেয়। এই ১২টি দেশ বর্তমানে ঝড়ের নাম দেয়। এবার যে ঘুর্ণিঝড় আসতে চলেছে তার নামকরণ করেছিলো শ্রীলঙ্কা। 

আসানি শব্দটির অর্থ - সহজভাবে। কিন্তু এই অশনি বা আসানি এর অর্থ বজ্র । 


এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে ২১শে মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২শে মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩শে মার্চ সকালে এটি বাংলাদেশের কাছকাছি ও মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code