পরীক্ষা শেষ হতেই ডিজে বাজিয়ে উল্লাস, উড়লো আবির ফুটলো পটকা
মধুসূদন রায়, ধূপগুড়িঃ
আগামিকাল মাধ্যমিক ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা থাকলেও মূলত আজকেই মাধ্যমিক পরীক্ষা শেষের আমেজ ছাত্রছাত্রীদের মধ্যে। আর এই খুশিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কের উপর ডিজে বাজিয়ে উল্লাস পড়ুয়াদের।
তবে এই আনন্দে বাধ সাধে পুলিশের উপস্থিতি। সাউন্ড বক্স আটক করে নিয়ে আসা হয় থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি শহরে।
ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল ধূপগুড়ি বৈরতিগুরি হাইস্কুলে। আজ ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শেষে প্রায় শতাধিক ছাত্র রীতিমতো রাস্তার উপর দিয়ে বিপজ্জনকভাবে ডিজে বক্স বাজিয়ে উল্লাস করে বাড়ি ফিরছিল। সেইসাথে চলছিল আবির খেলা এবং বাজি পটকা ফাটানো। রীতিমতো রাস্তা আটকে চলছিল উদ্দাম নাচ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ধূপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে সেই সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। সাউন্ড বক্স ছাড়ানোর জন্য থানার বাইরে জমায়েত করেছে ছাত্ররা।
ব্যস্ততম রাস্তায় কয়েকশো ছাত্ররা যেভাবে উদ্দাম নৃত্যতে মেতে উঠেছিল তাতে একটা বড় সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। আর এই কারণে পুলিশের তরফ থেকে সাউন্ডবক্স আটক করে নিয়ে আসা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊