Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bus Accident: যাত্রী বোঝাই বাস উল্টে আহত ২০

যাত্রী বোঝাই বাস উল্টে আহত ২০




সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান সদর :-



যাত্রীবোঝাই বাস উল্টে আহত প্রায় 20 জন বাস যাত্রী।আহত বাস যাত্রীয়দের নিয়ে আসা হয় বর্ধমান সদর হাসপাতালে।আহতরা প্রত্যেকেই চিকিৎসাধিন।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না মিরেপোতা এলাকায়।




স্থানীয়ে সুত্রে জানাগেছে বিষ্ণুপুর বর্ধমান রুটের একটি যাত্রী বোঝাই বাস দ্রুত গতিতে বর্ধমানের দিকে যাবার সময় রায়নার মিরেপোতা এলাকায় একটি মটর ভ্যানকে ওভাটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।ঘটনা স্থলে আহতো হয় প্রায় 20 জন বাস যাত্রী ষ।এদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বর জখম হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আহত ব্যাক্তিদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জেলা সভাধিপতি শম্পা ধারা।




স্থানীয়রা জানান যাত্রী বোঝাই বাসটি উল্টে যাবার সময় বিকট শব্দ হয়।বিকট শব্দ শুনে স্থানীয় ব্যবসায়ীরা সহ পাড়ার লোকজন ছুটে আসে।আসে পুলিশও।উদ্ধার কাজে হাত লাগান সকলে।




শম্পা ধারা জানান একটি মটর ভ্যানকে বাঁচাতে গিয়ে গাড়িটি পাল্টি খায়, এই ঘটনায় কুড়ি জন গুরুতর জখম হয়। তাদের প্রথমে শেয়ারা বাজার নার্সিংহোমে ভর্তি করা হয়।পরে তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুজন এর অবস্থা খুবই খারাপ। বর্ধমান উদয় পল্লী এক পরিবারের তিন বাসিন্দা মধ্যে বাবার অবস্থা খারাপ। খণ্ডঘোষ এর এক মহিলার অবস্থা খুব খারাপ। চিকিৎসকেরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন দ্রুততার সঙ্গে চিকিৎসা পরিষেবা চালিয়ে যেতে। শম্পা দেবী আরো জানান, সকল আহত মানুষের এবং তাদের পরিবারের পাশে আছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code