Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষা দেওয়ায় স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর


acid attack




অভীক মিত্র - আধুনিক যুগে দাড়িয়েও বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকলো বীরভূম জেলার নলহাটি শহর । মাধ্যমিক পরীক্ষা (madhyamik exam 2022) দেওয়ায় স্ত্রীর উপর অ্যাসিড আক্রমণ করলো স্বামী । আক্রান্ত স্ত্রীর নাম হীরা মনি, বাড়ি নলহাটি থানার গোপালপুর গ্রামে ।


পরিবারসূত্রে জানা যায়, মেয়ের বিয়ে হয়েছিল বছর তিনেক আগে । তাদের একটি মাস ছয়েকের ছোট বাচ্চাও আছে । স্বামীর নাম রাজেশ শেখ বাড়ি নলহাটি থানার সরধা গ্রামে । স্বামী বাইরের রাজ্যে কাজ করত । হীরা মনি মাধ্যমিক পরিক্ষার্থী ছিলেন । কিছুদিন আগে রাজেশ শেখ বাড়ি ফিরেছে । বাপের বাড়িতে ছিলো হীরা মনি ।রাজেশ চাইত না তার স্ত্রী মাধ্যমিক পরীক্ষায় (madhyamik exam) বসুক । তাছাড়া তাদের মধ্যে সংসারিক অশান্তি ছিল অনেকদিন থেকে বলে মেয়ের বাবা রুহুল আমিন জানান ।


আজ অর্থাৎ মঙ্গলবার হীরা মনির মাধ্যমিক পরীক্ষার (madhyamik examination) শেষ দিনে স্কুল ঢোকার আগে তার স্বামী আসিড ছুড়ে মারে। হীরা মনির মুখ ও শরীরের অনেকাংশ পুড়ে যায় ।


ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাজেশ শেখকে গ্রেপ্তার করেছে নলহাটি থানার পুলিশ । হীরা মনিকে প্রথমে নলহাটি স্বাস্থ্যকেন্দ্র পরে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।