Latest News

6/recent/ticker-posts

Ad Code

পানীয় জল,লাইট, ড্রেন,জঞ্জাল সাফাই সহ সমস্ত উন্নয়ন মূলক কাজে জোর, নমিনেশন জমা করে জানালো বামফ্রন্ট প্রার্থীরা

পানীয় জল,লাইট, ড্রেন,জঞ্জাল সাফাই সহ সমস্ত উন্নয়ন মূলক কাজে জোর, নমিনেশন জমা করে জানালো বামফ্রন্ট প্রার্থীরা





সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর:- 


নমিনেশন ফাইল জমা করলো সিপিআইএম।রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচন হতে চলেছে আগামী ২৭শে ফেব্রুয়ারি।এই পৌর ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিল করার কাজ। সোমবার বর্ধমান সদর মহকুমা শাসকের দপ্তরের মনোনয়ন পত্র জমা দিলো সিপিআইএম এর ৩৫ জন প্রার্থীর মধ্যে ৩৪ জন সিপিএম প্রার্থীরা।




বেলা সারে বারোটা নাগাদ জেলা পার্টি অফিস থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের মনোনয়ন পত্র জমা দিতে আসে সিপিএম প্রার্থীরা।



মনোনয়ন পত্র দাখিলের পর সিপিএম প্রার্থী অনির্বাণ রায় চৌধুরী বলেন মানুষ একটা স্বচ্ছ পৌর প্রশাসন চাইছে।মানুষ যেমন স্বপ্নের বর্ধমান পৌরসভা চেয়েছিলো কার্যত সেটা নেই। বর্ধমান পৌরসভা একটা দূর্নীতিতে ভরে গেছে। পশ্চিমবঙ্গের মধ্যে ঐতিহ্য বর্ধমান এখন পিছিয়ে যাচ্ছে।কালিমা লিপ্ত হচ্ছে মানুষ এর হাত থেকে মুক্তি পেতে চাইছে।




১৭ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী শ্রেয়া সরকার বারিক বলেন বর্ধমানের মানুষ এখন ভালো নেই। মানুষের অভাব অভিযোগ দূর করবে বলে জানান শ্রেয়া।




১৪ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী দীপঙ্কর দে বলেন মার্শাল ও মানি পাওয়ার দিয়ে ভোট করাতে চাইছে শাসক দল। তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিম বাংলার গনতন্ত্রের পোষ্ট মর্টাম করেছে। সেই গনতন্ত্রকে সিপিএম ফিরিয়ে আনবে।প্রার্থীরা বলেন পৌর নির্বাচনে জয়ী হলে তারা মানুষের জন্য কাজ করবেন। পানীয় জল,লাইট, ড্রেন,জঞ্জাল সাফাই সহ সমস্ত উন্নয়ন মূলক কাজে জোর দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code