Income Tax Returns এ বড়সড় রদবদল, না মানলেই মোটা টাকা ফাইন !
এবার থেকে আর হেলা ফেলা নয়, ২০২১-২২ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Returns) জমা দেওয়ার নিয়মে বড়সর বদল আনল কেন্দ্র সরকার।
যদিও আয়কর রিটার্ন বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বাজেটে। কিন্তু নিয়ম না মানলে এবার থেকে বড় ধরণের টাকা মাসুল দিতে হবে।
Income Tax Returns এর নতুন এই নিয়ম অনুসারে, যদি আপনি আইটিআর ফাইল না করেন তবে আপনাকে টিডিএস এবং টিসিএস দিতে হবে। এবারের বাজেটে এই আইন আরও কঠোর করা হয়েছে।
পরিষ্কারভাবে জানান হয়েছে বর্তমানে, যদি একজন ব্যক্তি দুই বছর ধরে ITR ফাইল না করে। বছরে TDS এবং TCS-এর পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে, সেই ব্যক্তিকে TDS এবং TCS-এর উচ্চ হার দিতে হবে এবার থেকে।
প্রসঙ্গত আগে এই সময় সীমা ছিল দু বছর কিন্তু এখন থেকে তা এক বছর করা হয়েছে। সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে এবার আরও বেশি টাকা মাসুল দিতে হবে।
জানানো হয়েছে আগামী ৩১ মার্চ ২০২২ এর পর আরটিআর জমা করলে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে।
তাই আর দেরী না করে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে আইটিআর (ITR) ফাইল করে ফেলুন।
ITR ফাইল করবার জন্য আপনাকে incometax.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আয়কর রিটার্ন করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊